ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ইসিতে জমা পড়েছে ২৩৪ আপিল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:১৩, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র বাতিল হওয়া ২৩৪ মনোনয়নপ্রার্থীর আপিল জমা পড়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা যায়।    

মঙ্গলবার যারা আপিল করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির মনোনয়নপ্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গণফোরামের রেজা কিবরিয়া, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার ও মাসুদ পারভেজ। এর আগে গতকাল সোমবার ৮৪টি আপিল জমা পড়ে ইসিতে। আগামীকাল বুধবার আপিলের শেষ দিন।  

মঙ্গলবার জমা হওয়া ২৩৪টি আপিলের মধ্যে রংপুর বিভাগের ২৭টি, রাজশাহী বিভাগের ২২টি, ঢাকা বিভাগের ৬৮টি, বরিশালের ১২, সিলেট বিভাগের ১৫টি, ময়মনসিংহ বিভাগের ১৬টি, খুলনা বিভাগের ১৮টি ও চট্টগ্রাম বিভাগের ৫৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে কমিশন। এরপরও কারও প্রার্থিতা বাতিল বা বহাল থাকলে তারা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

বিলখেলাপি, ঋণখেলাপি, এক শতাংশ ভোটার না থাকা, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, দণ্ডপ্রাপ্তি, স্বাক্ষর জটিলতাসহ নানা কারণে রেকর্ডসংখ্যক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি